শান্তি ও সংহতির জায়গায় জামায়াতের উসকানিমূলক রাজনীতি
ফাহিমা বেগম: দেশের শান্তি ও সংহতির জায়গায় জামায়াত উসকানিমূলক রাজনীতি করছে। তারা নানা সময় ধর্মীয় রঙে উসকানি দিয়ে সমাজে বিভাজন সৃষ্টি করছে। এদের উগ্রবাদী বক্তব্য সমাজের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। সংখ্যালঘু ও সংহতি শক্তির উপর তাদের প্রতিহিংসার রাজনীতি দেশের সামাজিক বন্ধন ধ্বংস করছে। জামায়াতের এই ধরনের কার্যক্রম গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে, যা দেশের জন্য বিপজ্জনক।…
