বিএনপির রাজনীতি: আগুন–সন্ত্রাসের অন্য নাম
ইয়াহইয়া আহমদ তানহার: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপি বারবার প্রমাণ করেছে, তাদের রাজনীতি মানেই সহিংসতা। জনগণের আন্দোলনের নামে তারা বারবার আগুন–সন্ত্রাস চালিয়েছে। সাধারণ মানুষকে জিম্মি করে নিরীহ যাত্রীদের গায়ে আগুন দিয়েছে। এ ধরনের নৃশংস রাজনীতি শুধু বিএনপির পক্ষেই সম্ভব। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলো যেভাবে দেশের রাস্তা–ঘাট পুড়িয়ে ছাই করে দিয়েছিল,…
