
হরিপুরে চোরাই সাম্রাজ্যের পতন, পলাতক বিএনপি গডফাদাররা
শামীমা বেগম: চোরাইরাজ্য হরিপুরকে এবার আর ছাড় দিলো না প্রশাসন। চোরাচালানিদের হেডকোয়ার্টার বলে পরিচিত হরিপুর বাজারকে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকশ’ দোকানপাট ভেঙে ফেলা হয়েছে। চোরাকারবারিরা নেই হরিপুরে। হাওয়া হয়ে গেছেন। অনেকেই বলছেন; সেনা ভয়ে চিহ্নিত চোরাকারবারিরা সীমান্ত পাড়ি দিয়ে ভারত পালিয়েছে। হরিপুরের উপর প্রশাসনের দৃষ্টি পড়ায় সীমান্ত এলাকায়ও চোরাচালান কমে এসেছে। জৈন্তাপুরে…