
ক্ষমতা হারিয়ে বেপরোয়া হয়ে উঠেছিল আওয়ামী লীগ
মাসুদা আক্তার: ৫ আগস্ট ২০২৪—এই দিনেই পতন ঘটে একদলীয় দুঃশাসনের প্রতীক আওয়ামী লীগ সরকারের।তাদের পতনের আগের মাসগুলোতে গোটা জাতি দেখেছে এক উন্মত্ত, বেপরোয়া, হিংস্র রূপ।ক্ষমতা হারানোর ভয় থেকেই তারা দেশজুড়ে চালিয়েছিল দমন, গুম, হামলা ও রাষ্ট্রীয় সন্ত্রাস। ওবায়দুল কাদের প্রতিদিন হুমকি দিতেন, “বিএনপি মাঠে নামলে গুঁড়িয়ে দেওয়া হবে।”কিন্তু বাস্তবতা হলো, নিজেরাই ইতিহাসের আস্তাকুঁড়ে গড়িয়ে পড়েছে।তারা…