ছাতক পৌর এলাকা থেকে আওয়ামীলীগ নেতা আটক

ক্রাইম; দর্পন; ক্রাইম দর্পন; crime; crimedorpon; crimedarpan; dorpon; darpan; The Weekly Crime Dorpon; the weekly crime darpan; crimedorpon.com;

ফাহমিদা সুলতানা মিতা: গত ২০ মে ২০২৫ রাত্র ০৩.০০ ঘটিকার সময় বারাবাজার থানার পুলিশের একটি দল ছাতক পৌর এলাকায় অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে কাজী আনোয়ার হোসেন আনু (৫৫) কে আটক করে পুলিশ।

কাজী আনোয়ার হোসেন আনু দুহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং তিনি দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক।

দোয়ারাবাজার থানার মামলা নং- ০২ তারিখ – ০২/১১/২০২৪ ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-D এর তদন্তে প্রাপ্ত আসামী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা সুনামগঞ্জ সদর থানার মামলা নং- ০৫ তারিখ – ০৪/০৯/২০২৪ ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুুত বিচার আইনের ৪/৫ তৎসহ পেনাল কোড ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ এর এজাহার নামীয় ৪৮ নং আসামী (১) হিসেবে আটক করা হয়েছে।

কাজী আনোয়ার হোসেন আনুর পরিবারের লোকজন বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা এবং বানোয়াট। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের সাথে জড়িত এবং তিনি দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক এটাই তার অপরাধ।

তারা আরো বলেন, এটা বর্তমান অবৈধ সরকার ইউনূসের পাতানো জাল। এই অবৈধ সরকার চায় স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মেয়ে শেখ হাসিনার আদর্শের দল আওয়ামীলীগকে এই বাংলার জমিন থেকে উচ্ছেদ করতে।স্বাধীনতার অনেক আগে থেকেই এই আমলীগের জন্ম, কিন্তু এই অবৈধ ইউনুস সরকার বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি দল এই আওয়ামীলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন সে বাংলাদেশের আনাচে-কানাচে যারা আওয়ামী লীগের সাথে জড়িত সবাইকে জেলে আটক করতে চায়।

আনোয়ার হোসেন আনুর পরিবারের লোকজন তার এই মিথ্যা এবং বানোয়াট মামলা থেকে মুক্তির দাবি করেন।