ছাতকে আওয়ামী লীগ নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা

মোছা : ফাতেমা বেগম: সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাতে বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসী গোষ্ঠী এ হামলা চালায় বলে অভিযোগ করেছে স্থানীয় দোলার বাজার ইউনিয়নের বাজার কমিটির নেতৃবৃন্দ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদল মুখোশধারী হামলাকারী প্রথমে আওয়ামী লীগ নেতার ইউনিয়নস্থ দোলার বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়ও অতর্কিত হামলা করে আহত করেছে ,এরপর তারা তার পারিবারিক বাসভবনে ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলার চালায়। এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কে নিরাপদ স্থানে সরে যান।

গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শী জানান, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিতিশীলতা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা বলেন, বিএনপি-জামায়াত গোষ্ঠী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতাদের ওপর বারবার হামলা চালাচ্ছে।গত ৫ই আগষ্টের পর থেকে অনেক আওয়ামী লীগ নেতাকর্মীর উপর ও বাড়িতে হামলা করে আসছে বিএনপি ও জামাত শিবিরের সত্রাসী গুষ্ঠি। এতে পুলিশ কোন মূখ্য ভূমিকায় না থেকে ,অবাধে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এবিষয়ে জানতে চাইলে (ওসি) জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগ নেতার পরিবারের সদস্যদের দাবি ,পুলিশ আগেও তাদের সাথে অবিচার নিপীড়ন চালিয়েছে ,নেতার মা আরও যানান ,২০২৩ সালে পুলিশের দ্বারা নির্যাতিত ও রেইপের শিকার হয়েছিল উনার মেয়ে ,উনি এখন মানসিক ভাবে বিপদসস্ত হয়ে লন্ডনে বসবাস করছেন। কোন বিছার না পেয়ে উল্টো মিথ্যা মামলায় অভিযুক্ত করেছে।

এ ঘটনায় দোলার বাজার ইউনিয়নসহ পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় গ্রামবাসী হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।