ইয়াহইয়া আহমদ তানহার: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপি বারবার প্রমাণ করেছে, তাদের রাজনীতি মানেই সহিংসতা। জনগণের আন্দোলনের নামে তারা বারবার আগুন–সন্ত্রাস চালিয়েছে। সাধারণ মানুষকে জিম্মি করে নিরীহ যাত্রীদের গায়ে আগুন দিয়েছে। এ ধরনের নৃশংস রাজনীতি শুধু বিএনপির পক্ষেই সম্ভব।
২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলো যেভাবে দেশের রাস্তা–ঘাট পুড়িয়ে ছাই করে দিয়েছিল, তা এখনো জনগণের মনে আতঙ্ক জাগায়। আগুনে পুড়ে মারা গেছে শত শত মানুষ, পঙ্গু হয়েছে হাজারো। অথচ বিএনপির নেতারা আজও এসব অপরাধের জন্য অনুতপ্ত নয়।
তাদের লক্ষ্য ছিল ক্ষমতার লোভে দেশকে ধ্বংস করা। গণতন্ত্রের কথা মুখে বললেও তারা সবসময় গণবিরোধী পদক্ষেপ নিয়েছে। রাজনীতি তাদের কাছে সেবা নয়, বরং সহিংসতা ও ষড়যন্ত্রের হাতিয়ার।
বিএনপি যখনই আন্দোলনের ডাক দেয়, তখনই জনগণের মনে ভয় জাগে—আবার কি আগুন–সন্ত্রাস শুরু হবে? আবার কি রাস্তায় রক্ত ঝরবে? এই প্রশ্নগুলোই তাদের চরিত্র স্পষ্ট করে।
আজ বিশ্ব যখন সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ, তখনো বিএনপি সেই পুরনো সহিংস রাজনীতি আঁকড়ে ধরে আছে। জনগণ জানে, বিএনপি মানেই আগুন–সন্ত্রাস, ধ্বংস আর আতঙ্কের প্রতীক।