যৌতুকের টাকা না দেয়ায় সিলেটে গৃহবধু খুন

ক্রাইম; দর্পন; ক্রাইম দর্পন; crime; crimedorpon; crimedarpan; dorpon; darpan; The Weekly Crime Dorpon; the weekly crime darpan; crimedorpon.com;

তাহেরা বেগম: সিলেট জেলার ওসমানীনগর উপজেলার বেড়াখাল (গহরপুর) গ্রামে ঘটেছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড। যৌতুকের টাকা না দেওয়ায় স্বামী মিন্টু মিয়া ও তার পরিবারের সদস্যরা মিলে গৃহবধূ রুমি বেগম (৩২)-কে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে নির্মমভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত রুমি বেগম বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নুরপুর (হাজী বাড়ি) গ্রামের মৃত আব্দুল মন্নানের ছোট মেয়ে।

রুমির মৃত্যুকে সন্দেহজনক মনে হলে তার পরিবারের সদস্যরা সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের আবেদন করেন। ময়নাতদন্তের রিপোর্টে রুমির শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা তার ওপর নির্মম নির্যাতনের প্রমাণ দেয়। পরিবারের পক্ষ থেকে প্রথমে ওসমানীনগর থানায় মামলা করার চেষ্টা করা হলেও কর্তব্যরত পুলিশ কর্মকর্তা মামলা নিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ পাওয়া গেছে। পরে নিরুপায় হয়ে ভিকটিমের পরিবার সিলেট জজ কোর্টে মামলা দায়ের করেন, পুলিশ আমাদের কোনো কাজে আসতেছে না। পুলিশ থাকা অবস্থায় ও মামলা কর‍তে আদালতে যাওয়ার প্রয়োজন হয় যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।