রাজনীতির আসল চালক: নেতা নাকি দলের ‘কাগজে আদর্শ’?
অহি আহমেদ: মিটফোর্ডের ঘটনার পর যেসব মানুষ বিএনপির দিকে আঙুল তুলে বলছেন, “চাঁদাবাজি বন্ধ করো”, “কর্মীদের নিয়ন্ত্রণ করো”—তাদের দেখে সত্যিই হাসি পায়। আপনারা কী সত্যিই বিশ্বাস করেন, বিএনপির এখনো সেই সক্ষমতা আছে তাদের কর্মীদের লাগাম টেনে ধরার? তারেক রহমান তো দূরের কথা**, তার বাবা জিয়াউর রহমান বেঁচেও থাকলে আজকের বিএনপির চাঁদাবাজি-মাফিয়া সংস্কৃতি বন্ধ করতে পারতেন…
