কাজী তৌফিক এলাহী তারেক: গত বছর থেকে বিএনপি রাজনীতির নামে অপরাজনীতির শুরু করে। হত্যা,ধর্ষন, চাঁদাবাজি, জমি দখল এমন কোনো অন্যায় কাজ নেই যা বিএনপি দ্বারা সংঘটিত হয়নি।
তারই ধারাবাহিকতায় গতকাল সিলেটের টিলাগড় পয়েন্টে বিএনপির কিছু বখাটে একজন সিএনজি চালককে কুপিয়ে জখম করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
মানুষের উপর জুলুমের স্টিম রোলার চালিয়েছে বিএনপি। মানুষের মৌলিক অধিকার হরনের এক মহারথে চড়ছে বিএনপি।
গত ১ বছরে তারা খুন করেছে ১০০ এর অধিক। যা একটি রাজনৈতিক দলের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত ইতিহাস। বাংলাদেশের মানুষ যেন এক মহা আতংকে দিনাতিপাত করছে। কেউ জানেনা আগামিকাল সে বেঁচে থাকবে কি না? মানুষ জানেনা আগামিকাল তার সহধর্মীনী তার কন্যা সন্তানের ইজ্জত রক্ষা পাবে কি বিএনপির সন্ত্রাসীদের হাত থেকে।
একজন ব্যবসায়ী জানে না কাল চাঁদাবাজরা তার উপর কোন নতুন শর্ত আরোপ করে নির্যাতন চালায় কি না!
এমনভাবে চলছে বিএনপির বর্বরতা। মানুষ অতিক্রম করছে এক মহা আতংকে দিন। তাই এখন জনমনে প্রশ্ন উঠছে বিনপি তাদের সন্ত্রাসী কার্যক্রম কি বন্ধ করবে? নাকি তারা তাদের ধ্বংসাযঞ্জ চালিয়েই যাবে?