কুমিল্লায় বিএনপি নেতার চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে হামলার শিকার ৩ পুলিশ সদস্য

ক্রাইম; দর্পন; ক্রাইম দর্পন; crime; crimedorpon; crimedarpan; dorpon; darpan; The Weekly Crime Dorpon; the weekly crime darpan; crimedorpon.com;

আব্দুল্লাহ মোঃ তাহের: কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপি নেতার চাঁদাবাজবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের প্রাথমিকভাবে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই মাকসুদ, কনস্টেবল সাইদুল ও সোহাগ।

অভিযানকালে নলচর গ্রামের বারেক প্রধানের ছেলে রানা ও রুপ মিয়ার ছেলে সাজ্জাদকে আটক করেছে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ি। 

নৌ ফাঁড়ির ইনচার্জ সূত্রে জানা যায়, উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকার দক্ষিণ পাশে বিএনপি নেতার মদদে পাথর ও বালুবোঝাই বোট থেকে চাঁদাবাজরা জোরপূর্বক টাকা আদায় করছিল। খবর পেয়ে নৌ-পুলিশ অভিযান চালালে চাঁদাবাজরা দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন।

চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে অভিযান চালাতে গেলে চাঁদাবাজরা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে দেশি অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply