আব্দুল্লাহ মোঃ তাহের: রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির তিন অঙ্গ সংগঠনের পাঁচজনকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়াদের মধ্যে যুবদলের দুইজন, স্বেচ্ছাসেবক দলের একজন এবং ছাত্রদলের দুইজন নেতাকর্মী রয়েছেন।
তারা হলেন- যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি; স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে ‘স্বেচ্ছাসেবক কালু’ এবং ছাত্রদলের চকবাজার শাখার সদস্য সচিব অপু দাস ও মাহমুদুল হাসান মাহিন।
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদের আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত সংগঠনগুলো পৃথকভাবে নিয়েছে।
বহিষ্কার হওয়া নেতাকর্মীদের মধ্যে যুবদলের দুইজন এবং স্বেচ্ছাসেবক লীগের একজন এ হত্যা মামলার আসামি বলে সংগঠন দুটির পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনের সড়কে বুধবার রাতে প্রকাশ্যে মো. সোহাগ (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলার মধ্যে এমন সিদ্ধান্ত এল বিএনপির অঙ্গ সংগঠনগুলোর তরফে।