ইস্তিয়াক আহমেদ রিপন: সকালে মির্জা ফখরুলের সাক্ষাৎকারকে ডিফেন্ড করে ইয়া বড় প্যারাগ্রাফ লিখে বুঝাইলো, কেন আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে ইলেকশনে আসা উচিত।
এরপর মির্জা ফখরুল দাবি করলেন, তার বক্তব্য মিস কোট করা হইসে।
এক্টিভিস্টরা বলল, কিছু কথা ভুল। বাট বাকিগুলা ঠিক আছে।
এখন মির্জা ফখরুল দাবি করতেছে, উনি কোন বক্তব্য দেন নাই। পুরোটাই আসলে এআই এর কারসাজি।
কোন বিবেকবান রাজনীতিবিদ নাকি এমন অবান্তর কথা বলতে পারেন না।
ফখরুল সাহেবের ঝেড়ে ফেলার কাজ, ঝেড়ে ফেলেছেন।
বাট সকালে যে বক্তব্যকে ডিফেন্ড করা লাগল, এখন আবার সেই বক্তব্যকে খারিজ করা লাগতেছে,
এআই বলা লাগতেছে,
সকালে যে বক্তব্য ছিল ওয়াও, কী নাইস, বিকেলে সেই বক্তব্য হয়ে গেছে ছি, ছি,
এত কঠিন দিন টেম্পুস্ট্যান্ডের জীবনে আর বোধহয় আসেনি!!