দোয়ারাবাজারে মেধাবিকাশ নরসিংপুরের ২০২৫-২০২৬ সেশনের কমিটি গঠন সম্পন্ন

ক্রাইম; দর্পন; ক্রাইম দর্পন; crime; crimedorpon; crimedarpan; dorpon; darpan; The Weekly Crime Dorpon; the weekly crime darpan; crimedorpon.com;

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সামাজিক সংগঠন মেধাবিকাশ নরসিংপুরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শনিবার (১২ জুলাই ২০২৫ ইং) তারিখে সদস্যদের ভোট ও আলোচনার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

সভায় মোঃ রিয়াজুল ইসলামকে সভাপতি এবং মুহিবুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। পাশাপাশি সাজিদুর রহমানকে ডাইরেক্টর পদে মনোনীত করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, মোঃ রিয়াজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।

পরবর্তীতে সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও সিনিয়র সদস্যদের পরামর্শক্রমে ২০২৫-২০২৬ সালের জন্য ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের বিধি অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

ক্রাইম; দর্পন; ক্রাইম দর্পন; crime; crimedorpon; crimedarpan; dorpon; darpan; The Weekly Crime Dorpon; the weekly crime darpan; crimedorpon.com;
মেধাবিকাশ নরসিংপুরের ২০২৫-২০২৬ সেশনের কার্যকরি পরিষদ

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি আ.ছ.ম বোরহান, সহ-সাধারণ সম্পাদক আহমেদ ছাদি আজাদ, অর্থ সম্পাদক হুমায়ূন বাছিত লালন, ক্রীড়া সম্পাদক আবু সায়েদ হাসনাত, শিক্ষা সম্পাদক মোঃ জমির আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছাদিকুর রহমান গনি, প্রচার সম্পাদক মেহেদী হাসান খাঁন, অফিস ও লাইব্রেরী সম্পাদক মিনহাজুল আবেদীন এবং স্বাস্থ্য সম্পাদক নুরুল আমীন।

এছাড়া নির্বাহী সদস্য হয়েছেন জয়নাল আবেদীন, নুরুল হক, আজিজুল হক মিলন, শাহীন আহমদ ও ইঞ্জিনিয়ার শরিফুল আলম।

নতুন কমিটি গঠনের পর সভাপতি ও সাধারণ সম্পাদক সকল সদস্যকে সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply