ইয়াহইয়া আহমদ তানহার: থানায় সাধারণ মানুষ আশ্রয় চায় যখন বিপদে পড়ে। কিন্তু আজ বাংলাদেশের বহু থানায় দাঁড়িয়ে মানুষ নিজেই হয়ে যায় অপরাধী।
একটি সাধারণ অভিযোগ জানাতে গেলে ঘুষ চাওয়া হয়, মামলা নিতে গড়িমসি করা হয়। অভিযোগ যদি ক্ষমতাবান কারো বিরুদ্ধে হয়, তাহলে আরেক দফা বিপদ।
নারী ও শিশু নির্যাতনের ঘটনায় থানার পুলিশ প্রায়শই অভিযোগ নিতে চায় না বা ‘মীমাংসা করে ফেলুন’ বলে এড়িয়ে যায়।
সাধারণ মানুষ থানায় প্রবেশ করতে ভয় পায়—ভয় হয় হয়রানির, ভয় হয় উল্টো ‘ফাঁসিয়ে’ দেওয়ার।
থানাকে জনগণের আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার বদলে একে বানানো হয়েছে ক্ষমতার কড়ি খাওয়ার জায়গা।
এই সংস্কৃতি বদলাতে না পারলে পুলিশ নয়, বরং পুরো ন্যায়বিচার ব্যবস্থাই হয়ে পড়বে প্রশ্নবিদ্ধ।