নিজেদের কর্তৃত্ব স্থাপনে বিএনপি নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠছে

ক্রাইম; দর্পন; ক্রাইম দর্পন; crime; crimedorpon; crimedarpan; dorpon; darpan; The Weekly Crime Dorpon; the weekly crime darpan; crimedorpon.com;

জনি আক্তার মনি: গত বছর পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নানা অপরাধমূলক ঘটনায় বিএনপি নেতা কর্মীরা ওতোপ্রোতোভাবে জড়িত। তারা মামলা- হামলা, দখল, চাঁদাবাজি, থানায় প্রভাব বিস্তারসহ নানা ধরনের অন্যায়, অপকর্ম প্রতিনিয়তই দেশের বিভিন্ন এলাকায় যেন নিত্যদিনের ঘটনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি নেতাদের অটোমেটিক একটি কর্তৃত্ব তৈরি হয়েছে। ফলে দলটির অনেক তখনই স্থানীয় পর্যায়ে হামলা, দখল কিংবা চাঁদাবাজির মতো অপরাধে জড়িয়ে আছে। এছাড়া নিজেদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব স্থাপনে উদ্যোগী হওয়ার কারণেও এসব অপরাধমূলক ঘটনা বিরামহীনভাবে চালিয়ে যাচ্ছে বিএনপি নেতাকর্মীরা।সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উপকূলীয় জেলা ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের কর্মীসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ওই নারীর স্বামী।
ওই একই এলাকায় ভিজিএফ চাল বণ্টন নিয়ে বিরোধ ও মহিলা দলের একজন নেত্রীকে মারধরের ঘটনার মূল হুতা ভোলার তজুমদ্দিনের চাচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওরাদার। এ ঘটনায় মহিলা দল নেত্রীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে।

এ সুযোগেই অনেকে হয়তো ভাবছেন টাকা পয়সা অর্জন থেকে শুরু করে যা করার এখনি করে নেই। এটিও অনেকের অপরাধে জড়ানোর মূল কারণ হিসেবে বিবেচিত হতে পারে।সাম্প্রতিক কালে, লালমনিরহাট জেলার পাটগ্রামে গত বুধবার রাতে পাটগ্রাম থানায় হামলার ঘটনা ঘটে। এ সময় একটি ভ্রাম্যমাণ আদালতে এক মাসের সাজাপ্রাপ্ত দুই আসামিকে থানা থেকে জোর করে ছিনিয়ে নেয় বিএনপি নেতা কর্মীরা।
পরে এ ঘটনা হওয়া মামলায় সরকারি কাজে বাধা, হত্যার উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে মারধর, সরকারি সম্পদ ধ্বংস ও চুরি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে এসেছে। এসব কর্মকান্ডের মূল কেন্দ্র-বিন্দুতে রয়েছেন, বিএনপির ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের পদধারি নেতা, বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা। অপরদিকে, আওয়ামী লীগের পতনের পর অনেকে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে এসব ঘটনায় জড়িয়েছেন।এভাবে দিন যতই যাচ্ছে,বিএনপি নেতা কর্মীরা নিজেদের ক্ষমতা ও কর্তৃত্ব বিস্তারে, সব ধরনের অন্যায় ও অপকর্ম চালিয়ে যাচ্ছে।

Leave a Reply