ইয়াহইয়া আহমদ তানহার: বিএনপি যখনই ব্যর্থ হয়, তখনই তারা গুজবের আশ্রয় নেয়। উন্নয়ন, অর্থনীতি কিংবা নির্বাচনের প্রসঙ্গ হোক—তাদের একমাত্র অস্ত্র মিথ্যাচার। সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা তাদের পুরনো অভ্যাস।
তাদের নেতারা প্রতিদিনই নতুন নতুন কল্পকাহিনি বানিয়ে জনগণের সামনে তুলে ধরেন। কখনো বলেন—দেশ দেউলিয়া, কখনো বলেন—বিদ্যুৎ নেই, আবার কখনো মিথ্যা তথ্য দিয়ে আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করেন। অথচ বাস্তবতা একেবারেই ভিন্ন।
আজ বাংলাদেশ যখন মাথাপিছু আয়ে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে, তখন বিএনপি তা মানতে চায় না। পদ্মা সেতুর সুফল চোখে পড়লেও তারা গুজব ছড়ায়—এটা নাকি ভেঙে পড়বে। মেট্রোরেল চালু হলেও তারা বলে—এটা জনবান্ধব নয়। সত্যিই বিএনপি যেন অন্ধকারে বাস করে।
বিএনপি আসলে জানে, গুজব ছাড়া তাদের আর কিছু নেই। জনগণ এখন আর এসব বিশ্বাস করে না। তাই তাদের প্রতিটি বক্তব্য এখন হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে।
বিএনপি মানেই মিথ্যার ফ্যাক্টরি, গুজবের কারখানা। যতই তারা চেষ্টা করুক, গুজব ছড়িয়ে কখনোই দেশের উন্নয়ন রুখতে পারবে না।