ভাড়া চেয়ে বিএনপি নেতাকর্মীদের হাতে প্রাণ গেল জাহাঙ্গীর হোসেনের

ক্রাইম; দর্পন; ক্রাইম দর্পন; crime; crimedorpon; crimedarpan; dorpon; darpan; The Weekly Crime Dorpon; the weekly crime darpan; crimedorpon.com;

জনি আক্তার মনিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে কয়েকটি দোকানকোঠার মধ্যে জাহাঙ্গীর হোসেনের মালিকানা ছিলো একটি দোকানকোঠার। এর পর কার্যালয়ের জন্য ভাড়া নেয় বিএনপি নেতাকর্মীরা। নিয়মিত ভাড়া দিত না বিএনপি সমর্থীত নেতাকর্মীরা।ভাড়া না পেয়ে সেখানে নিজেই মুদি মালামাল তুলে ব্যবসা চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন দোকান মালিক মো. জাহাঙ্গীর হোসেন। অভাবের সংসারে ছেলেকে বিদেশে পাঠাতে গিয়ে দোকানটি বন্ধক রেখে আড়াই বছর আগে টাকাও নিয়েছিলেন তিনি।

দেনার টাকা পরিশোধের তাগিদেই দোকানটি নিজে চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান নিহতের পরিবারের সদস্যরা। কিন্তু, গত বুধবার সকালে ওই দোকানের বকেয়া ভাড়া চাওয়া নিয়ে দ্বন্দ্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মারধরে প্রাণ হারান জাহাঙ্গীর।

স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে নিয়ে জাহাঙ্গীর হোসেনের পরিবার। এক সময় বর্গাচাষি জাহাঙ্গীর তিন মেয়েকে বিয়ে দিয়েছেন, এক ছেলে বিদেশে থাকে। অপরজন মো. রাসেল স্থানীয় একটি তাঁত কারখানায় চাকরি করেন।
মো. রাসেল বলেন, “বাজারে দোকানটিতে আগেও আব্বু মুদির মালামাল তুলে বিক্রি করেছেন। দুই বছর আগে অসুস্থ হয়ে পড়ায় ব্যবসা বন্ধ করে দেন। পার্টি অফিস করার পরও ভাড়া না পাইয়া আব্বু দোকানটি আবার নিজেই চালানোর চিন্তা করছিলেন। ভাড়া না দিলে তার অংশটুকু ছাইড়া দিতেও কইছিলেন।”

গত বছরের অগাস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আড়াইহাজারের সালমদী বাজারের তিনটি দোকানঘর একত্র করে গড়ে তোলা হয়েছিল স্থানীয় বিএনপির একটি কার্যালয়। তিনটি দোকানঘরের একটি ছিল মো. জাহাঙ্গীর হোসেনের। বিএনপির এ কার্যালয়টি গড়ে তুলেছিলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য তোতা মিয়া প্রধান। তার বাড়িও ওই বাজারের পাশেই।
জাহাঙ্গীরের ছেলে রাসেল বলেন, “ভাড়া না দেওয়ায় গত তিন মাস ধইরা তোতা মিয়ারে দোকান ছাড়তে বলতাছিলাম। গতকাল (বুধবার) সকালে আমি আর আব্বু দোকানের শাটারের কাম করাইতাছিলাম। আমি আব্বুরে রাইখা যাওয়ার ঘণ্টাখানেক পরই শুনতে পারি তোতা মিয়া ও তার লোকজন আব্বুরে পার্টি অফিসের শাটার ফালাইয়া পিটাইছি। আমি তার লাশ পাই হাসপাতালে।”
এভাবে দিন দিন বিএনপি নেতাকর্মীরা দেশে ক্ষমতার অপব্যবহার করে খুন রাহাজানি হত্যা চালিয়ে যাচ্চে।

Leave a Reply