কাজী তৌফিক এলাহী তারেক: গত ৫ আগষ্টের পর থেকে বাংলাদেশ যেন হত্যাকান্ডের স্বর্গপূরীতে পরিনত হয়েছে। প্রায় প্রত্যেকদিনই সেখানে ঘটতেছে খুন,রাহাজানি,ধর্ষন,চাঁদাবাজি, ছিনতাই সহ সব রকমের অপকর্ম। আর তাতে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। তারই ধারাবাহিকতা গত দশ মাসে তারা ১০০ টির ও বেশি খুন করেছে দেশের বিভিন্ন প্রান্তে। এখন প্রশ্ন উঠছে একটাই ‘ বিএনপির এত ক্ষমতার উৎস কি? তাদের লাগাম টেনে ধরার কি কেউ ই নেই?
বিএনপি যেন হত্যাকান্ডের খেলায় মেতে উঠেছে। বিরোধী দল, মতের মানুষের বাক স্বাধীনতা হরন,বিনা দোষে জেলে দেওয়া সর্বশেষ তারা মার্ডারের মতো হীন কাজে প্রতিযোগিতা করছে। যার ফলে জনমনে ক্ষোভ বিরাজ করছে কিন্তু তাদের ভয়ে কেউ মুখ খুলে প্রতিবাদ টুকুও করতে পারছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, তাঁর এক বোনকে ছাত্রদলের ছেলেরা কলেজে যাওয়ার পথে প্রায়ই বিরক্ত করে। এ বিষয়ে সে উর্ধ্বতন কতৃপক্ষের কাছে নালিশ দিতি গেলে তারা তাঁকে সান্ত্বনা না দিয়ে বরং এ বিষয়ে দ্বিতীয়বার মুখ না খোলার হুমকি দেন।
ধারন বাজারের এক ব্যবসায়ীর ভাষ্যমতে গত ১০ মাসে কেবল তার দোকান থেকে চাঁদার নাম করে প্রায় ২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এ ছাড়াও কাউকে এ বিষয়ে জানালে তাকে তারা হত্যা করবে এমন হুমকি ও প্রায়দিন দিয়ে যায়।
বিএনপির এমন হীন কাজে সারা দেশবাসী এক মহা আতংকে দিনাতিপাত করছে। তারা তাদের নিরাপদ জীবনের জন্য সরকারের বিভিন্ন জনের দারস্থ হলেও তারা কোনো প্রকার আশ্বাস দিতে ব্যর্থ হোন।তার ফলে তারা তাদের জীবন নিয়ে এক মহা অনিশ্চিয়তায় ভুগছেন বলে জানান।