ইউনুস সরকার দায়িত্ব নেয়ার পর সূচকের পতন

ক্রাইম; দর্পন; ক্রাইম দর্পন; crime; crimedorpon; crimedarpan; dorpon; darpan; The Weekly Crime Dorpon; the weekly crime darpan; crimedorpon.com;

মোছা: ফাতেমা বেগম: অবৈধ ইউনুস সরকার দায়িত্ব নেয়ার পর গত ৮ মাসে প্রায় ৯০ হাজার কোটি টাকা লুট হয়েছে। আর সূচকের পতন ঘটেছে ১ হাজার পয়েন্টের বেশি।

শনিবার রাজধানীর সিএমজেএফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক একদিনে ১৪৯ পয়েন্ট বা ৩.০২ শতাংশ কমে দাঁড়ায় ৪৮০২ পয়েন্টে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ একদিনে পতন।

সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীরা অভিযোগ করেন, অবৈধ ভাবে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করে,রাজনৈতিক পট পরিবর্তন হয়ে বাজারে এই পতন হয়েছে। যে লুটপাট শুরু হয়েছে, তা বিনিয়োগকারীদের আস্থায় বড় আঘাত হেনেছে।

সংগঠনের সভাপতি এস এম ইকবাল হোসেন বলেন, ৮ মাস পেরিয়ে গেছে, অথচ এই সময়ে কেউ কিছুই বুঝে উঠতে পারেনি। এই অবৈধ স্বৈরাচারী সরকারসহযোগীরা ক্ষমতায় থেকে যেভাবে পুঁজিবাজার লুট করছে তা গত ১৫ বছরেও এমন ভয়াবহ পতন হয়নি।এই ৮ মাসেই প্রায় ৯০ হাজার কোটি টাকা লুট হয়েছে।”

তিনি আরও বলেন, “৯০ শতাংশ বিনিয়োগকারী তাদের মূলধন হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। বাজার আবারও নেতিবাচক ধারায় প্রবেশ করেছে।”

ইকবাল হোসেন বলেন, “আমরা কেবল শেয়ারবাজারের দিকেই তাকিয়ে নেই। শেয়ারবাজার বাঁচাতে হলে দেশকেও বাঁচাতে হবে। দেশের অস্থিরতা, বিশৃঙ্খলা ও অর্থনৈতিক ধ্বংসের বিরুদ্ধেও আমাদের অবস্থান নিতে হবে।