আব্দুল্লাহ মোঃ তাহের: টঙ্গী থানার চাঁদাবাজির মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযোগে স্বপনসহ গাজীপুর মহানগরের চার নেতাকে বহিষ্কার করার কথা জানিয়েছে বিএনপি।
রোববার দুপুরে টঙ্গীর দত্তপাড়া দিঘীরপাড় এলাকা থেকে স্বপনকে করা হয়। তিনি টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার কফিল উদ্দিন দেওয়ানের ছেলে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পরে বেপরোয়া হয়ে ওঠেন স্বপন। বর্তমানে দলীয় কোনো পদে না থাকলেও সাবেক বিএনপি নেতা পরিচয়ে তিনি প্রকাশ্যে চাঁদাবাজি করে আসছিলেন।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘‘টঙ্গী পূর্ব থানায় স্বপনের নামে চারটি চাঁদাবাজির মামলা রয়েছে। পুলিশ তার অবস্থান নিশ্চিতের পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে৷’’